গৃহস্থালি ইলেকট্রনিক পণ্য তৈরিতে কর অব্যাহতি সুবিধা বাড়ল
দেশীয় শিল্প বিকাশে ও আমদানি নিরুৎসাহিত করতে নিত্য ব্যবহার্য গৃহস্থালি নানা পণ্য উৎপাদনে বিদ্যমান কর অব্যাহতি সুবিধা আরও দুই বছর বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন।
এর মধ্যে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রনিক ওভেনের উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর এবং ওই পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদয় মূল্য সংযোজন কর (আগাম করসহ) ও সম্পূরক শুল্ক (যদি থাকে) অব্যাহতির চলমান সুবিধা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়।
একই মেয়াদে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার এবং প্রেসার কুকারের উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর এবং ওই পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে আরোপনীয় সমুদয় মূল্য সংযোজন কর (আগাম করসহ) ও সম্পূরক শুল্ক (যদি থাকে) অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে নিয়োক্ত খাতসমূহে মূসক অব্যাহতি সুবিধা প্রদান ও বহাল রাখাসহ প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব পেশ করছি।’







